আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মৌলভীবাজার ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাইয়ুম সুলতানঃ

মৌলভীবাজারে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই ভবনের হলরুমে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনের পরিচালনায় ও মেডিকেল অফিসার ডাঃ অভি আহমেদের তত্ত্বাবধানে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার ২২ জন স্বাস্থ্য সহকারী এ কর্মশালায় অংশ নেন। এ কর্মশালায় কৃমি নিয়ন্ত্রণে শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, উন্নত পায়খানা ব্যবহার করা, শিশুদের হাত পায়ের নক কাটা, খালি পায়ে মাটিতে চলাফেরা না করা, স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে মাঠ পর্যায়ে ও বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের স্বাস্থ্য শিক্ষা প্রদানের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ