হৃদয় খাঁন, লক্ষ্মীপুর প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। আর ইটভাটায় কর্মরত শ্রমিকরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল বলেন, ইটভাটায় শ্রমিকরা কাজ করেন। এজন্য সঙ্গরোধ নিশ্চিত করতে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।