আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনাভাইরাস মোকাবেলা: নিজে মাইকিং করলেন উপজেলা চেয়ারম্যান

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্যে ও প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য বিধান মেনে চলে তার জন্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ নিজে মাইকিং প্রচার করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাগলা বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ এই প্রচারণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ‘আমাদের সবার ঘরের ভিতর থাকতে হবে। করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহ কাছে প্রার্থনা করা ও সতর্কতা অবলম্বন করে ঘরের ভিতর অবস্থান করা। বিনা কারণে ও ইমার্জেন্সি ছাড়া বাজার, হাটে ও রাস্তা-ঘাটে না থাকা। আগামী ১৫ দিন বিপদজনক সময়। এই ১৫ দিন আপনারা দয়া করে ঘরের ভিতর থাকুন। দয়া করে আপনারা চা, পান ও আড্ডা দেয়ার জন্য বাজারে আসবেন না। আপনারা অবাধে চলাফেরা করবেন না। আপনাদের অবাধে চলাফেরায় আপনি ও আপনার পরিবারের সদস্যদের বিপদে ফেলতে পারেন। আমরা আমাদের মা, বাবা ও আত্মীয় স্বজনদের ভালোবাসি। আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে তাদের স্বার্থে প্রয়োজন ছাড়া বাজারে আসবো ও না ঘুরাফেরা ও করবো না। ঘর থেকে বাহির হলে মাস্ক ও গ্লাভস ব্যাবহার করবেন। বাড়িঘর পরিষ্কার রাখবেন।

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস যে ভাবে থাবা বসাচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সকলেই যাতে স্বাস্থ্য বিধান মেনে চলি তার জন্যে উপজেলার প্রতিটি হাট-বাজার এবং গ্রামে মাইকিং করা হচ্ছে।সকল মানুষের কাছে আমার আবেদন আমরা যেন স্বাস্থ্য বিধান মেনে চলি এবং করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি’।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ