আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

বৌলাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে নাহিদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল ) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দ শ্রী গ্রামে এই ঘটনা ঘটে। শিশু নাহিদুল ওই গ্রামের মিস্টার নুরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বিকালে অন্য শিশুদের সাথে নাহিদুল খেলতে বের হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পিছনে বৌলাই নদীতে তার লাশ ভাসতে দেখেন নিহতের বড় বোন ।

তাৎক্ষনিক তাকে তুলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ