ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলা কৃষি অফিসে ১ হাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।