আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে শিব চতুর্দশী উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ ও মহোৎসব অনুষ্ঠিত

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত ও প্রাচীন শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে ঐতিহ্যবাহী শিব মন্দিরে মহোৎসব পরিদর্শণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। মন্দির পরিদর্শণ শেষে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, মন্দিরের সংস্কার ও মন্দিরের জায়গা পুনরুদ্ধারে তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন।

এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লেখক সামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, বয়রাগাদী ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আই-এইচ শান্তুনুর, কৃষ্ণ চন্দ্র,  কার্তিক দাস, শঙ্কর মন্ডল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ