আজ ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৩ ইং

সংবাদ প্রকাশে শিশু ফিরে পেলো পরিবারকে

বিশেষ প্রতিনিধি : আনিসুর রহমান

 

দৈনিক আগামীর সংবাদে শিশু পাওয়া গিয়েছে সংবাদ প্রকাশ করলে শিশুটি ফিরে পায় তার পরিবারকে।

আজ শনিবার(২১ মার্চ) সকালে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪ বছরের শিশুটি দুই গণমাধ্যম কর্মি পেয়ে নিয়ে যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারী হাসপাতালের প্রদান সায়মুল হুদার হেফাজতে দেওয়া হয় এবং দৈনিক আগামী সংবাদ পোর্টালে প্রকাশ করা হয়। সংবাদ দেখে শিশুটির পরিবার আজ বিকেলে সাভার সরকারী হাসপাতাল থেকে ফিরে পায় ৪ বছরের শিশু আইভি কে।

শিশুটির পরিবার সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

শিশুটি পরিবার সাভার ব্যাংককলোনী এলাকায় বসবাস করে বলে জানায় সরকারী হাসপাতালের প্রধান সায়মুল হুদা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ