আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্স করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক
১৯ মার্চ, তারিখ বিকাল ০৪:০০ টায় করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে মাননীয় মন্ত্রিপরিষদ সচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সকল জেলা প্রশাসকগণের সাথে ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংযুক্ত হন সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মিজানুর রহমান পিপিএম; সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
ভিডিও কনফারেন্সিং এর নির্দেশনাসমূহ।
০১.জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সকল বিভাগ সমন্বিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
০২. করোনা আক্রান্ত ব্যক্তিদের যারা সেবা দিবেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
০৩. বিদেশ ফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
০৪. করোনা ভাইরাসের অজুহাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না।
০৫. উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ এর সমন্বয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
০৬. ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিদেশ ফেরতদের বিষয়ে তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
০৭. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে। কোন অবস্থাতেই কর্ম এলাকা ত্যাগ করতে পারে না।
০৮. আগামীকাল জুম্মার নামাজের সময় ইমাম সাহেবগণ করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার করবেন। উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জ বিষয়টি নিশ্চিত করবেন।
০৯. জ্বর/সর্দি/কাশি/করোনা’র লক্ষণ রয়েছে এমন ব্যক্তি গণপরিবহনে চলাচল করতে পারবেন না।
১০. হোম কোয়ারেন্টইন আছেন এমন ব্যক্তির পরিবারের সদস্যগণ জনসমাবেশ/ধর্মীয়/সামাজিক/সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন না।