আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবের জম্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মাধ্যমে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলের শুভেচ্ছা জানানো হয় ও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার জীবন ও আদর্শের সাথে প্রাসঙ্গিক আবৃত্তি, কুইজ, রচনা, বির্তক ও চিত্রাংকন প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠান পালিত হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ভুমিহীনদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারী খাস জমি বন্দোবস্তপত্র হস্তান্তর, সকল এতিমখানা, হাসপাতালে শিশুদের মাঝে মিষ্টি বিতরণ, আনন্দভোজ ও সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জা, আতশবাজি প্রদর্শনী করা হয়েছে।
অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস এম মোসা সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা প্রিয়াংকা, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো ,সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. মোঃ নাজমুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান, উপজেলা সমাজসেব কর্মকর্তা মোঃ আবু নাঈম মৃর্দা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন মাষ্টার. সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর ছিদ্দিক, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ