আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

বিবাহিত-ছাত্র-দিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ৭১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন হয়েছে। জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মো. তারেক মিয়াকে সদস্য সচিব করে গত ১২ মার্চ এই কমিটি অনুমোদন দেয় কেদ্রীয় ছাত্রদল।

তবে এই কমিটিকে ঘিরে জেলাজুড়ে তুমুল সমালোচার ঝড় বইছে। কমিটিতে রয়েছে বিবাহিত-অছাত্র ও ছাত্রলীগের নেতা এমন অভিযোগ কমিটি গঠন করার পর থেকেই করে আসছেন তৃণমুলের কর্মীরা। এমনকি এই অভিযোগ এনে হুমায়ুন আহমেদ মারুফ নামের নতুন কমিটির এক সদস্য পদত্যাগের ঘোষনাও দিয়েছেন।

আর নতুন কমিটিতে সকল উপজেলায় থেকে দুয়েকজন করে রাখা হলেও শুধু বাদ পড়েছে শাল্লা উপজেলা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এরশাদ মিয়া বলেন, ‘শাল্লায় যে ছাত্রদলের একটি সু সংগঠিত কমিটি রয়েছে তা বোধহয় জেলার নেতারা ভুলে গেছেন।’

জানা গেছে, নুতন আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, রুহেল আহমেদ রাজা, রেজাউল করিম, সদস্য ইকবাল হোসেন, আহমদ জ্যাকি বিবাহিত। সম্প্রতি তাদের বিবাহের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া এই পাঁচ জন বিবাহিত বলে একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে।

এছাড়া অভিযোগ উঠেছে সদস্য নাঈম আহমেদ শিশির এক সময়ে ছাত্রলীগ করতেন। ছাত্রলীগের ব্যানারে মিছিলের একটি ছবি ভাইরাল হয়েছে শিশিরের।

অপরদিকে ছাত্রদলের সাংবিধানিক রীতিমতে ছাত্রত্ব আছে এমন কর্মীদের দিয়ে কমিটি গঠনের কথা থাকলেও তার টিক বিপরীত হয়েছে সুনামগঞ্জে জেলা ছাত্রদলে। এখানে ছাত্রত্ব নেই বেশ কয়েকজন জেলা কমিটিতে স্থান পেয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনি সম্পাদক রায়হান উদ্দিন বলেন, ‘আমরা নতুন কমিটির সবার ব্যাপারে তথ্য নিচ্ছি। কেউ যদি বিহাবিত-ছাত্রত্ব নেই অথবা পৃর্বের অন্যদলের সাথে জড়িত তাকে তবে তাকে এই কমিটি থেকে বাদ দেওয়া হবে কেন্দ্র সমন্বয়ে। তিনি আর বলেন, ‘অনেকই সিভি দেওয়ার সময় তথ্য গোপন করেছে। তাই হয়তো এই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। কেন্দ্র এব্যাপারে সর্তক অবস্থানে আছে।’ আগামী সপ্তাহের মধ্যেই যাচাই-বাচাই করে অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ