আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

রুহিয়ায় করোনার ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনার ২য় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মাস্ক বিতরণ করেছে তরুণ সংবাদকর্মী গৌতম।২৬ নভেম্বর বৃস্পতিবার দুপুরে রুহিয়ায় ২০ টি অসহায় বেদে পরিবারের মাঝে এসব মাস্ক বিতরণ করেন। এসময় বেদে আফজাল,রহিমসহ কয়েকজন জানায়,এখন থেকে গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করতে গেলে নিজে মাস্ক পরবো ও অন্যদেরকে পড়তে বলবো।আরো তরুণ সংবাদকর্মী গৌতম বলেন,করোনার ২য় ঢেউ শুরু হয়ে গেছে। নো মাস্ক, নো সার্ভিস সব জায়গায় বলা হয়। তবে আমার মনে হয়েছে বেদেরা যেহেতু গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে,তাই এদেরকে যদি আমি মাস্ক প্রদান করি, তাহলে নিজেরাও মাস্ক পড়বে,এবং তাদের ক্রেতাদেরকে মাস্ক পড়তে বলবে। তাই আমি নিজ উদ্যোগে ২০ টি বেদে প্রত্যেক পরিবারের মাঝে ৫ টি করে মাস্ক প্রদান করি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনা মোকাবেলায় যার যার অবস্থান থেকে সকলে এগিয়ে আসা আহ্বান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ