আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় কারখানায় কাভার্ডভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

আশুলিয়ায় কারখানার ভেতরে কাভার্ডভ্যান চাপায় রসুল (৪০) নামের এক শ্রমিক (লোডার) নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক কারখানা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার গৌরিপুর বি-বাংলায় অবস্থিত ম্যাকসন্স স্পিনিং মিল কারখানা থেকে শ্রমিকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রসুল কুড়িগ্রামের উলিপুর থানার আব্দুল মজিদ খন্দকারের ছেলে। তিনি কারখানাটির লোডার হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

কারখানাটির শ্রমিকরা জানান, প্রতিদিনের মত আজ সকালেও আশুলিয়ার গৌরিপুর বি-বাংলা এলাকার ম্যাকসন্স স্পিনিং কারখানায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিলেন রসুল। এসময় কারখানাটির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় রসুলের।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম  বলেন,খবর পেয়ে আমি ঘটনা স্থালে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ