আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

এএসপি আনিসুল করীম হত্যাকান্ডে কসবায় মানববন্ধন 

মোঃ সুজন হাজারী আখাউড়া, প্রতিনিধি :

গত বৃহ: বার (১২ নভেম্বর ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) কসবা- আখাউড়ার যৌথ উদ্যোগে ঢাকার একটি মানসিক হাসপাতালে চরম নির্যাতনে হত্যার শিকার সিনিয়র এএসপি আনিসুল করীমের হত্যাকারীদের অতি দ্রুত সবাইকে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী পৌর শহর কসবায় এক বিরাট মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়৷
এ সময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন , বিএমএসএফ এর কেন্দ্রীয় সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক, মেঘনা টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম আহাদ, কসবা বিএমএসএফ ও মানবাধিকার সংগঠন ” হিউম্যান রাইটস রিভিও সোস্যাইটির” কসবা শাখার সভাপতি , মোতাহাব হোসেন নাসির, বিএমএসএফ এর কসবা শাখার সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া৷ আখাউড়া উপজেলা বিএমএসএফ এর আহবায়ক , দৈনিক দেশবার্তার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি , কবি আফজল খান শিমুল , সদস্য সচিব,দৈনিক প্রভাতি খবরের আখাউড়া প্রতিনিধি শেখ মনির হোসেন নিজাম৷ বিএমএসএফ এর যুগ্ম আহবায়ক ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সফিকুল ইসলাম সফিক, সীমান্ত টিভির চিফ অব এডিটর ও বিএমএসএফ এর আখাউড়া উপজেলা শাখার সিনিয়র সদস্য , শাহিন আলম জয়, সদস্য সৌমিত্র সাহাসহ আরো অনেকে ৷
বক্তারা অবিলম্বে , দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ মানসিক ও হাসপাতাল, ক্লিনিক বন্ধ করার ও দেশের রত্ন পুলিশ কর্মকর্তা আনিসুল করীমের শারিরীক নির্যাতন পূর্বক হত্যাকান্ডের সঠিক ও সুষ্ঠু তদন্ত করে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান৷
এরপর কসবা ইউএনও র মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি পেশ করা হয়৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ