আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

সিলেটের হোটেল থেকে হবিগঞ্জের প্রেমিক যুগল আটক

 

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জ শহরের চিড়াকান্দি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ঘর বাঁধতে পারল না প্রেমিক যুগল। অবশেষে পুলিশের হাতে আটক হয়ে প্রেমিক শ্রীঘরে আর প্রেমিকার ঠিকানা হল হাসপাতালে। মেয়ের বাবার দায়ের করা অপহরণ মামলার প্রেক্ষিতে কললিস্টের সূত্র ধরে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে প্রেমিককে আটক ও অপহৃতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমিক রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আর প্রেমিকাকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ওই এলাকার বারিন্দ্র দাসের পুত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী রুবেল দাস (২২) এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই নারায়ন দাসের কন্যা নবম শ্রেণীর ছাত্রীর। গত তিনদিন পূর্বে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় প্রেমিক যুগল। এরপর হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন মেয়ের পিতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ