আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার ও ধামরাই থেকে ৩ জনের লাশ উদ্ধার

শামীম হোসেন, নিজস্ব প্রতিবেদক:

 

সাভারে ভাড়ায় চালিত চলন্ত সিএনজি গাড়ি থেকে ফেলে দিয়ে অজ্ঞাত (৫০) এক নারী হত্যা করেছে দুর্বৃওরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে পদ্মারমোড় এলাকায় ভাড়ায় চালিত একটি চলন্ত সিএনজি গাড়ি থেকে অজ্ঞাত ওই নারীকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। এসময় ওই সিএনজি চালক দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে দাড়িয়ে থাকা এক ভ্যান চালক ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের জামাল ক্লিনিয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। ওই সিএনজির ভিতরে কতজন লোকজন ছিলো তা জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর লাশ উদ্ধার করেছে। নির্মম ভাবে ওই নারীকে যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই সাইদুল বলেন কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারীতে এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বাংলাদেশ বিসিক শিল্প নগরীর এস বি শাহী ট্যানারির ভিতরের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাতে ওই ট্যানারির ভিতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন ওই কারখানার সুপার ভাইজার মুনতাজ মিয়া (৫৫)। পরে সকালে কারখানার অন্য শ্রমিকরা তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে সুইটি আক্তার জানান তার বাবার রহস্য জনক মৃত্যু হয়েছে। কারণ মৃত্যুর আগে তার বাবা মারা গেছে কিনা কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। লাশের ময়না তদন্ত করলে মৃত্যুর রহস্য উৎঘাটন করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
অন্য শ্রমিকদের দাবি এর কয়েক মাস আগেও ওই কারখানা থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। ওই কারখানা শ্রমিকদের জন্য মৃত্যুকুপে পরিনত হয়েছে বলে দাবি করেন তারা।
নিহত ওই শ্রমিক লক্ষীপুর জেলার সদর থানার বটতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। সে রাজধানীর জিগাতলা এলাকায় একটি বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতো।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য এমরাত বলেন ময়না তদন্তের পরে তার মৃত্যু সম্পর্কে জানাযাবে।
এদিকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শ্রী দেবী নামের (২০) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলছে কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ