আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে উন্নয়ন করে যাচ্ছে: শিক্ষা উপমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, আব্দুল্লাহ আল নোমান

আওয়ামী লীগ সরকার উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে এবং শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (১ মার্চ) দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ সেন্টার (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানেই আজকের এই বাংলাদেশে স্বাধীন ভাবে মাথা উঁচু করে বেঁচে আছে মানুষ।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত। আর শিক্ষিত জাতিই দেশকে ভালো কিছু উপহার দিতে পারে। এসময় শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ