আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
আজ শনিবার (১৭,অক্টোবর) থানার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম এর সভাপতিত্বে,বিট অফিসার এ এস আই পাপেল রায় এর উপস্থাপনায়,অনুষ্ঠিত সমাবেশে মুল প্রতিপাদ্য উপস্থাপনের মধ্যদিয়ে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাজিনুর মিয়া, ইউপি সদস্য আবুল কালাম,ইউপি সদস্য আলী হোসেন, ইউপি সদস্যা হাজেরা বেগম,ইউপি সদস্যা মিনারা বেগম, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাদক ও নারী নির্যাতন ধর্ষণ চোরাচালান রোধে পুলিশের পাশাপাশি জনগণের সম্পৃক্ততার আহ্বান জানান।

অনুষ্ঠিত বক্তব্যে এ এস আই পাপেল রায় বলেন, সমাজে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।উনি বলেন জনগণের বন্ধু পুলিশ, এবং পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে এই হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল কে মাদকমুক্ত,নারী নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা মুক্ত করতে হবে। উনি পরিশেষে থানা পুলিশের পক্ষ হতে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ