আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

ধর্মপাশা সীমান্তে ২ টি পিস্তল উদ্ধার

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনস্থ জেলার ধর্মপাশা উপজেলার বাঙ্গালভিটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফিরোজ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৯১/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০গজ বাংলাদেশের অভ্যন্তরীণ ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা নামক স্থানে টিলার নীচে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো: মাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান- পিস্তল দুইটি উদ্ধারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ