বিকাশ দাশ সিলেট প্রতিনিধি :
সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিতের জন্য গঠিত, আলোর পাঠশালার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ অক্টোবর শুক্রবার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কুলাউড়ার সামাজিক অঙ্গনে সবার পরিচিতি মুখ মোস্তফা কামাল মান্নার স্বপ্ন ছিলো, পথ শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া মান্নার মৃত্যুর কয়েকদিন পর “এসো খেলার ছলে পড়ি নিজেকে গড়ি” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা সংগঠনের উদ্যোগে ২৭-৯-২০১৯ তারিখে কুলাউড়ায় আলোর পাঠশালার কার্যক্রম শুরু হয়। প্রতি শুক্রবার কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন প্রাঙ্গণে শিশুদের খেলাধুলার পাশাপাশি খাবার খাওয়ানোর মাধ্যমে চলে এরকম ব্যাতিক্রমী শিক্ষাদান। প্রাক-প্রাথমিক এই প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত ২৫টি ক্লাস সম্পন্ন হয়েছে।
বিগত এক বছরের পথচলায় যারা এই শিক্ষামূলক উদ্যোগে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে পাশে থেকেছেন সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে আলোর পাঠশালার দায়িত্বশীল সদস্যরা।