আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

তাহিরপুরে নৌকা থেকে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় হাওরে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে আল আমিন(২৫) নামের এক যুবক নিখোঁজ।

শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আল আমিন মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর নতুন হাটির রফিকুল মিয়ার ছেলে।

স্থানীয় প্রতিবেশীদের তথ্যমতে জানা যায়, নিখোঁজ আল আমিন মিয়া, শনিবার দুপুরে একাই একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় একই উপজেলার পাশ্ববর্তী শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে তার বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তাদের ধারণা মতে নৌকা হতে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

জানা যায় পাশ্ববর্তী পুটিমারার কান্দা নামক স্থানে নিখোঁজ আল আমিনের আপন মামা মাছ ধরতেছিল মাছ ধরার এক পর্যায়ে দেখতে পান বোয়ালমারা নামক স্থানে একটি নৌকা ইঞ্জিন চলন্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছে। নৌকাটির কাছে গেলে, উনি উনার ভগ্নিপতির নৌকা চিনতে পেরে বাড়িতে ফোন করে, জানতে পারে তার আপন ভাগনা নৌকাটি নিয়ে এসেছিল।

নিখোঁজ আল আমিন মিয়ার স্বজনরা জানান, তার পূর্ব থেকেই (মিকরী ব্যারাম) ছিল,যে কোন সময় তার এই রোগে আক্রান্ত করে।তাদের ধারণা নৌকা চলন্ত অবস্থায় সে এই রোগে আক্রান্ত হয়ে নৌকা হতে পানিতে ডুবে নিখোঁজ হয়।

তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাড়ির ক্যাম্প ইনচার্জ এ এস আই নজরুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ