আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে কৃষকের হাতে সার পৌঁছে দিলো বিজিবি

 

বিশেষ প্রতিনিধি,
তানভীর আহমেদঃ

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলার লাউরগড়ের এক কৃষককে বীজ ও সার বিতরণ করেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজিবি’র আয়োজনে সীমান্তবর্তী কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেক্টর কমান্ডার বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাতফান্ড হতে প্রাপ্ত অর্থের মাধ্যমে ক্রয়কৃত বীজ ও সার দেওয়া হয়।সার ও বীজ প্রাপ্ত কৃষক উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউরগড় গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো: ইসলাম উদ্দিন (২৮)কৃষক বাঁচলে দেশ বাঁচবে উন্নয়নের চালিকাশক্তি দ্রুত গতিতে এগিয়ে যাবে এই প্রতিপাদ্যকে লালন করে সেই দরিদ্র কৃষক কে স্বাবলম্বী করার জন্য মানবিক সহায়তা প্রদান করেন সিলেট সেক্টর কমান্ডার ও সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম।সার বিতরণ কালে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম সহ ব্যাটালিয়নের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ