আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কুয়েট শিক্ষক সমিতির আয়োজনে বৃক্ষরোপণ ও মৎস অবমুক্তকরণ কর্মসূচি পালিত

 

খুলনা ব্যুরো প্রধান
জিয়াউল ইসলাম :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির মুজিব শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মৎস অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন লেকের পাড়ে বৃক্ষ রোপন ও মৎস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজাদ হোসেন। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, শিক্ষক সমিতির মুজিব শতবর্ষ উদ্যাপনের কমিটির সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া, সদস্য-সচিব প্রতীক চন্দ্র বিশ্বাস সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ