আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ভোলায় জলদস্যু সন্দেহ দুইজন আটক

মো: সাববির হাওলাদার ভোলা সদর প্রতিনিধি:

কলাতলীর চরপুলিশ ফাড়ির এসআই শাহাদাত হোসেন জানান নুরউদ্দিন ওরফে রুবেল ও রফিকুল ইসলামকে জনতা আটক করে পুলিশে সোপদ করে। এদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভরানীপুর ও চরপাতা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে কলাতলীর চরপুলিশ ফাড়ির এসআই শাহাদাত হোসেন বলেন, শনিবার রাতে ট্রলারে করে রুবেল,রফিকুল ইসলাম, জামাল ও আবদুল মতিন নামে চার যুবক কলাতলীর চরে ঘোলের খাল সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে আসেন।সেখানে রুবেলের শ্বশুর জামাল ব্যাপারীর ঘরে ওঠেন তারা। স্থানীয়রা একএিত হয়ে ধরতে গেলে জামাল ও আবদুল মতিন ট্রলার নিয়ে পালিয়ে যান।
নুরউদ্দিন ও ওরফে রুবেল ও রফিকুল ইসলামকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।

এস আই শাহাদাত আরও বলেন, জনতার ধরা দুই যুবক ফাড়িঁতে জিঙ্গাসাবাদ করা হয়েছে। তারা নদীতে কারেন্ট জাল চুরি করেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিকালে মনপুরা থানায় পাঠানো হয়েছে।এই সংঘবদ্ধ দলটি মেঘনার জলদস্যুর সাথে জড়িত বলে কলাতলীর চরের একাধিক বাসিন্দারা জানিয়েছেন। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ