আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান নড়াইলঃ

নড়াইলে একটি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
বেলা ১১টার দিকে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়। সদর উপজেলার বাহিরগ্রামের কয়েকশত নারী পুরুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস হোসেন,সাবেক চেয়ারম্যান আশিষ কুমার,মূলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীসহ ভূক্তভোগীদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন. বাহিরগ্রামের জনৈক তানিয়া বেগমের পিঠে নিজেরা এসিড দিয়ে পুড়িয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য থানায় ৭জনকে আসামী করে মামলা করেছে। পূর্ব শত্রুতা এবং সুদের টাকা নিয়ে দ্বন্দের কারনে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। মামলায় পুলিশ তিনজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অবিলম্বে আসামীদের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ