আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জেল-জরিমানা

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন গুলোতে সরকারের নির্ধারিত নিয়মনীতি তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব না মানা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৭ জনকে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার (২০ আগস্ট) বিকেলে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় কয়েকটি যাত্রীবাহী গনপরিবহনে অভিযান চালিয়ে বাসের চালক সহ ৫ জনকে ১৫ দিনের সশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একই সাথে আরো দুই জনকে ৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিভিন্ন আইনের আওতায় এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন শুভ যাত্রা পরিবহনের চালক মহসিন, হারুন, নীলাচল পরিবহনের চালক শেখ সাদী, হৃদয় ও সেলফি পরিবহনের চালক জসিম ও রাব্বি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ