আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে অপপ্রচার করায় মানহানি মামলা

 

মনিরামপুর( যশোর) প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করায় মানহানির অভিযোগে চারজনকে আসামি করে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার যশোর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো মণিরামপুরে খালিয়া গ্রামের মিকাঈল হোসেন, ডুমুরখালি গ্রামের মোস্তফা কামাল, কুচলিয়া গ্রামের প্রণব বিশ্বাস ও তাহেরপুর গ্রামের শরিফুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে মিকাঈল হোসেনের মণিরামপুর বাজারের অফিসে বসে জিলানী শেখ নামক ফেসবুক একটি আইডি থেকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করে সম্মানহানি ঘটিয়েছে। বিষয়টি জিয়াউর রহমান জিয়ার নজরে পড়ায় ব্যথিত হয়ে সম্মানহানির অভিযোগে এ মামলা করেছেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ