আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী আর নেই

 

ডেক্স রিপোর্ট :

সাইদা খানম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী। তার জন্ম ২৯ ডিসেম্বর ১৯৩৭ সালে। একজন ‘বেগম’ পত্রিকায় আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন ১৯৫৬ সাল থেকে। ১৯৭৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। প্রেস ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দুটো জাপানি পত্রিকাসহ অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর তোলা আলোকচিত্র মুদ্রিত হয়েছে। আলোকচিত্রী হিসেবে দেশেও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন সাইদা খানম। অস্কারজয়ী সত্যজিৎ​ রায়ের ছবি তোলাসহ উনার তিনটি ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজও করেছেন তিনি। ১৯৫৬ সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোলন পুরস্কার পান তিনি। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে তাঁর ছবির প্রদর্শনী হয়।

সাইদা খানম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার আজিমপুর এলাকায় অস্ত্র হাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তোলেন। ১৬ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের (পরে শেরাটন ও রূপসী বাংলা) সামনে পাকিস্তানি সেনারা গোলাগুলি শুরু করে। খবর পেয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে সেখানকার ছবি তুলতে যান তিনি। প্রচণ্ড গোলাগুলির কারণে সেদিন অবশ্য ছবি তুলতে পারেননি।

সাইদা খানম আজ ১৮ আগস্ট ২০২০ইং তারিখে ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফটো-ডিস্কাশন পরিবার এই গুণী আলোকচিত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ