আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মেস ভাড়া পরিশোধ করতে না পারা শিক্ষার্থীদের তথ্য চেয়েছে নোবিপ্রবি প্রশাসন 

তাবাচ্ছুম শাহরিন তিশা :
চলমান করোনাভাইরাস(কভিড-১৯) দুর্যোগে লকডাউনের কারণে যেসব শিক্ষার্থী মেস বা বাসা ভাড়া পরিশোধ করতে পারেনি তাদের তথ্য চেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) প্রশাসন।
আজ সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের(কভিড-১৯) বিস্তার রোধে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ লকডাউন থাকার কারণে যে সকল শিক্ষার্থী তাদের মেস বা বাসা ভাড়া দিতে পারেনি তাদের নাম, বিভাগ, রোল, মোবাইল নম্বর, বাড়িওয়ালার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর, মোট বকেয়া টাকা ও মাসের বিবরণ ও মন্তব্য আগামী ২০ আগস্ট এর মধ্যে registrar.nstu@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশ দেয়া হলো ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেস বা বাসা ভাড়া নিয়ে দুশ্চিন্তায় ভোগছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা। অনেকে বাড়িওয়ালাদের নির্যাতনের শিকারও হয়েছেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে। এই বিজ্ঞপ্তি পাওয়ার পর দীর্ঘদিন ধরে মেস ভাড়া নিয়ে দুশ্চিন্তায় ভোগা শিক্ষার্থীরা মনে করছেন এবার অন্তত তাদের সমস্যার অবসান হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ