আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং

লালমনিরহাটে টাকার অভাবে চিকিৎসা বন্ধ ময়না বালার

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের নরপতি বর্মনের স্ত্রী ময়না বালা পাকস্থলী ও জরায়ুমুখে ক্যান্সার আক্রান্ত হয়ে দুঃসহ জীবনযাপন করছে। টাকার অভাবে বর্তমানে থেমে আছে চিকিৎসা,এ নিয়ে অনেক কষ্ট নিয়ে জীবনযাপন করছে পরিবারের সকল সদস্য।

ময়না বলার ছোট ছেলে বিচিত্র বর্মন জানান,আমরা একটি মধ্যবিত্ত পরিবার।আমারদের পরিবারে আমি মা,বাবাসহ তিন সদস্যর পরিবার। অভাবের সংসার। আমার মা গত দুমাস ধরে পাকস্থলী ও জরায়ুমুখে ক্যান্সার আক্রান্ত। প্রায় ২১ দিন পর পর কেমাে থেরাপি দিতে হয়।যার ব্যায় প্রায় ১০,০০০ টাকা।

তিনি আরো জানান,২১ দিন পর পর এই বিশাল অংকের টাকা বহন আমাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে।এদিকে সংসারের হাল ও চিকিৎসার টাকা যোগার করতে না পরে শেষ পর্যন্ত ডেলটা হাসপাতাল থেকে মাকে বাড়িতে নিয়ে আসি।

এদিকে টাকা যোগার করতে না পারায় ময়না বালার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও দয়াবান ব্যক্তিদের সহায়তা কামনা করছেন।রোগীর সাথে যোগাযোগ ও বিকাশ নাম্বার (০১৭৭৩৮০৬৮১২)

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ