আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে গেল নাগেশ্বরী পায়ড়াডাঙ্গা বাজার

 

আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার কাছারী পায়ড়াডাঙ্গাঁ বাজারে আজ দুপুরে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেলো আজ দুপুরে বিদ্যুতের তাড় থেকে আগুনের উৎপত্তি হয়।
এ সময় সব দোকানপাট বন্ধ ছিলো।
পুড়ে যায় নগদ অর্থসহ দোকানের মালামাল।

ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিদ্যুৎ এর লাইনম্যান কর্মীরা উপস্থিত হয়।
কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থলে উপস্থিত তদন্ত কর্মকর্তা
আব্দুর রাজ্জাক (নাগেশ্বরী থানা) বলেন,
আমরা ঘটনাস্থল থেকে লিটন নামের ব্যক্তির দোকান থেকে পুড়ে যাওয়া আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং একটি বাদে প্রত্যেক দোকানের সব মালামাল পুড়ে গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ