আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হাসান বিশেষ প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এতে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মেম্বার শফিকুর রহমান,সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ হাসান আর আলোচনা করেন মাওলানা জুলফিকার আলী পাটোয়ারী তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের সূর্য সন্তান তার অবদানে আমরা স্বাধীনতা পেয়েছি তার এই অবদানকে আমরা সারা জীবন মনে রাখবো এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দোয়া কামনা করেছেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং সভাপতির বক্তব্যে মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব বলেছেন বঙ্গবন্ধু প্রতিটি মানুষের হৃদয়ে সারা জীবন অমর হয়ে থাকবেন এতে সকলেই তার কথা মনে রাখবে কেননা তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আলো দেখিয়েছেন এবং এর সাথে ১৫ আগস্ট যতজন শাহাদাতের সুধা পান করেছেন সকলের জন্য তিনি দোয়া করে বলেছেন আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম এবং শাহাদাতের মর্যাদা দান করেন তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রীক শেখ হাসিনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। অনুষ্ঠানটির শেষে দোয়া মাহফিল আয়োজন করে অনুষ্ঠানটি শেষ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ