নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের খানসামা থানার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের শেখ পাড়ায় রাস্তার পাশে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় মেত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লতা রানী (১৭)এর মরদেহ পাওয়ার খবরে জোয়ারে তার বাড়িতে শোকের মাতম চলছে।
তাকে উপজেলার পার্শ্ববর্তী ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের শেখ পাড়ায় রাস্তার পার্শ্বে লিচু গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
নিহত লতা রানী উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার গ্রামের মৃত ধনেশ্বর চন্দ্র বর্মনের মেয়ে।
সে উপজেলার মেত্রী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে।
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, লতা রায় ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক কাকার বাড়িতে আশ্রিত ছিলেন। সে বৃহস্পতিবার রাত ১০ টার পর পরিবারের কাউকে না জানিয়ে প্রেমের টানে স্কুল ব্যাগে মুঠোফোন, টাকা, কাপড়-চোপড় ও অলংকার নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার শেষ রক্ষা হয় নি।
রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজন তার শয়ন কক্ষে না পেয়ে চারদিকে খোজার পর রাত প্রায় ২টার দিকে রাস্তার পার্শ্বে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবগত করলে শুক্রবার (১৪ আগষ্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় খানসামায় থানায় একটি ইউইডি মামলা করা হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,লাশের সাথে স্কুল ব্যাগে মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত পাওয়া গেছে।
বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।