আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

জাদুকাটায় ঢলের পানিতে ভেসে এসে লোকালয়ে ধরা পড়ল অজগর সাপের বাচ্চা

আবু জাহান তালুকদার:সুনামগঞ্জ প্রতিনিধি:

মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা অজগর সাপের বাচ্চা ধরা পড়ল সুনামগঞ্জের তাহিরপুরের লোকালয়ের হাটে (বাজারে)!
বৃহস্পতিবার রাতে জেলার শিল্পনগরী ছাতকের হাদাটিলায় সাপের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ অফিস সুনামগঞ্জের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার মোদেরগাঁও গ্রামের বালু পাথর ব্যবসায়ী তোফায়েল আহমদ রয়েল জানান,উপজেলার জাদুকাটা নদীর পূর্ব তীরঘেষা বিন্নাকুলি বাজারে থাকা নিজ চা ষ্টলের মঝেতে পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামের বাসিন্দা সুজন রায় বৃহস্পতিবার রাতে শয়নরত ছিলেন।
ভোররাতে নিজ হাতের স্পর্শে বেশ শীতল বাতাস অনুভব করলে তিনি গ্যাস লাইটারের আলোতে দেখেন অজগর সাপ হাতের পার্শ্বেই বসা। এরপর প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে দোকানের দরজা ভেঙ্গে দ্রুত তিনি বাহিরে বেড়িয়ে যান।

চিৎকার শুনে বাজার পার্শ্ববর্তী লামাশ্রম গ্রামের যুবক খাইরুল দ্রুত ছুঁটে এসে অজগর সাপের বাচ্চাটি চা ষ্টলের টিনের চালা বেয়ে সটকে পড়ছে দেখে সাহসিকতার সাথে তিনি নিজ হাতেই সাপের বাচ্চাটি ধরে বস্তাবন্দি করেন।
এ খবর চাইর হলে খবর দুপুর অবধি বাজারের আশেপাশে থাকা গ্রামের লোকজন অজগর সাপের বাচ্চা দেখতে বাজার মাঠে জড়ো হন।
অজগরের বাচ্চাটি প্রায় আড়াই ফুট লম্বা ও মাস চারেক বয়সী হবে বলে বনবিভাগ নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে গত দু’দিনের টানা বৃষ্টিপাতের কারনে ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা প্রবাহমান সীমান্তনদী জাদুকাটার ঢলের পানিতে বৃহস্পতিবার রাতে ভেসে আসে সাপের বাচ্চাটি। এরপর ওই রাতের কোন এক সময় আশ্রয় বা খাদ্যের সন্ধানে অজগরের বাচ্চাটি বিন্নাকুলি বাজারে চা ষ্টলে ঢুঁকে পড়ে।

খবর পেয়ে রেঞ্জ অফিস সুনামগঞ্জের তাহিরপুর ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর রায় সন্ধার দিকে অজগর সাপের বাচ্চাটিকে নিজ হেফাজতে নিয়ে রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ