আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

করোনায় মানবিক বিপর্যয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে বেরোবি শিক্ষকের ভাবনা

 

মাহফুজুর রহমান,বেরোবি প্রতিনিধি :

বিশ্বজুড়ে যে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু স্থবির হয়ে গিয়েছে- অর্থনীতি সংস্কৃতি, সমাজনীতি সব জায়গাতে আঘাত হেনেছে করোনা। সারা পৃথিবীর এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে তুলনামূলকভাবে বাংলাদেশের সরকার এবং বেসরকারি সহায়তার কারণে তা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গত মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। উত্তরের জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে ব্যতিক্রম নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনেক বেশি মেধাবী কিন্তু আর্থিক দিক থেকে খুব বেশি সচ্ছল নয়। আমার পরিচিত অধিকাংশ শিক্ষার্থীরা তারা নিজের অর্থ উপার্জনের মাধ্যমে পড়াশোনার খরচ নির্বাহ করে থাকে। এক্ষেত্রে তাদের সবচাইতে বড় ভরসা হচ্ছে শহরের বিভিন্ন বাসায় টিউশনি, কোচিং সেন্টার এবং অন্যান্য কাজের সাথে জড়িত থাকা। অপর দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও তাদেরকে গুনতে হচ্ছে মেস ভাড়া। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতি রেখে হল ভাড়া মওকুফের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে ছিলাম। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুদানের অর্থ দেয়ার উদ্যোগ গ্রহণ করেছিল তা খুবই ফলপ্রসূ এবং সময়োপযোগী উদ্যোগ যার জন্য উপযুক্ত। এক্ষেএে সকলে এ উদ্যোগ প্রশংসা করেছিলেন কিন্তু অদ্যবধি শিক্ষার্থীদের হাতে এ অর্থ সময় মত পৌঁছাতে না পারাটা দুঃখজনক এবং অনতিবিলম্বে আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের দাঁড়ানো উচিত। বর্তমানে শিক্ষার্থীদের তিনবেলা খাবার খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। করোনার সাথে নতুন সংযুক্ত হয়েছে বন্যা।
শিক্ষকরা এবং কর্মকর্তারা সকলেই তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর কোষাগারে দেয়ার একটি সিদ্ধান্ত নিয়েছিল।
পুনরায় তড়িৎ গতিতে শিক্ষার্থীদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত সেটা আবারও সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রশাসনের আন্তরিকতায় এবং সহযোগিতায়। এক্ষেত্রে সকলের এর সহযোগিতা কামনা করছি। মনে রাখতে হবে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সমস্ত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু তাদেরকে নিয়ে আমাদের সবার আগে ভাবা উচিত। তারা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচলেই আমরা বাঁচবো। সকলে মিলেই ভালো থাকবো। লেখক,
শেখ মাজেদুল হক
সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ