আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

তানোরে ক্ষূদ্র-নূ গোষ্ঠীর ৪৪২জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

 

জিয়াউল/যুবরাজ,
(রাজশাহী ব্যুরো):

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য নির্ধারিত কর্মসূচির সহায়তায় ২০-১৯-২০২০ দু’বছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ জেলার তানোরে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দরগাঁ ডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বরে আদিবাসী ৪৪২জন ছাত্র – ছাত্রীদের মাঝে এসব শিক্ষা বৃত্তি উপকরণ বিতরণ করেন রাজশাহীর সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতো, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবু,উপজেলাে পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি প্রমুখ।এ উপকরন প্রাপ্তিতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে বলে এলাকার সংবাদ সূত্র আলিফ হোসেন জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ