ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে উপজেলা সমাজসেবা কার্যলয়ের উদ্যেগে দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, প্রধান আলোচক ছিলেন চট্টগাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য্য, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহিন সহ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমের বিভিন্ন সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিচ্ছে। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।