আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং

গোদাগাড়ীতে বখাটের ছোড়া এসিডে দগ্ধ এক মাদ্রাসা ছাত্রী

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে  বখাটেদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন এক মাদ্রাসা ছাত্রী ঘটনাটি ঘটেছে গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের বড়  বাউটিয়া   নারায়ন পুর গ্রামে‌।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে খাওয়া-দাওয়া শেষে টিভি দেখা অবস্থায় জানালা থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছোড়া এসিডে দগ্ধ হোন মোসাঃ সুমা খাতুন (১৬) নামের এক মাদ্রসাছাত্রী।
সে বড় বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী বলে জানা যায়।
তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।
 বিষয়কে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে । এলাকাবাসীর দাবি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান জানান।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের কানে আসলে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে পুলিশ তার তদন্তপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ