নিজস্ব প্রতিবেদকঃ
সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড চাপাইন এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার।
মা-বাবাসহ চাপাইনের একটি ভাড়াবাড়ীতে থাকে,
বাবা দিনমজুর ও মা গার্মেন্টস কর্মী।
এ ঘটনায় প্রাথমিক আলামত ও জিজ্ঞাসাবাদের জন্য যে দুজনকে আটক করা হয়েছে তারা হলো ১, আতাহার (৬০) পিতা, যাদু পরামানিক। ২, সোহাগ (১৭) পিতা, মন্ডল।
উভয়ের বর্তমান ঠিকানা কাউসার মাষ্টারের বাড়ি, সাং- চাপাইন, সিআরপি, সাভার ঢাকা।
ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, চাপাইন নিউ মডেল স্কুলের শিক্ষক আবু কাউসার মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া আতাহার(৬০) সে একটি নবনির্মিত পাঁচতলা ভবনের নিচে একটি কক্ষে কেয়ারটেকার হিসেবে থাকে, বিভিন্ন সময়ে মেয়েটিকে সেই কক্ষে ডাকতো এবং ধর্ষণ করতো , এভাবে ৭/৮ দিন একই ঘটনা ঘটে। একপর্যায়ে মেয়েটি তার খালাতো বোনকে ঘটনাগুলো বলে, খালাতো বোন মেয়ের পিতাকে জানালে পিতা থানায় যোগাযোগ করেন।
সাভার মডেল থানার এস আই তৌহিদ জানান, ঘটনা জানতে পেরে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।