আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান

আশরাফুল কবির ভূঞা (ফাহাদ),ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ভৈরব- ময়মনসিংহ হাইওয়ে রাস্তায়,, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অদক্ষ হেলপার দিয়ে গাড়ি চালানো, মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগে বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে।
 উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
 এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮  এ ১০ টি মামলায় ২১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ জনাব মোখলেসুর রহমান আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,সড়কে শৃঙ্খলা ফিরাতের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ