আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় পর্যটকপ্রিয় সড়কটি এখন বাঁশের খুঁটি ও কচুরিপানা দিয়ে রক্ষার চেষ্টা

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় পর্যটকপ্রিয় সড়কটি এখন বাঁশের খুঁটি ও কচুরিপানা দিয়ে রক্ষার চেষ্টা
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলের ঢেউয়ের তোড়ে নান্দনিক আস্তান মোল্লা সড়কটির দু’পার্শে ভাঙন ধরেছে। বন্যায় এরই মধ্যে পর্যটকপ্রিয় এ সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। ভাঙনের কবল থেকে রক্ষায় স্থানীয়রা ব্যক্তি-উদ্যোগে কচুরিপানা ও বাঁশের খুঁটি দিয়ে সড়কটিকে সাময়িকভাবে রক্ষার চেষ্টা করছেন। স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন এবং এ রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল স্থগিত করেছেন।

স্থানীয়রা জানান, বিলের অথৈ পানির মধ্য দিয়ে যাওয়া সড়কটি হাঁসাইগাড়ী, শিকারপুরসহ কয়েকটি ইউনিয়নের সঙ্গে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা। এরই মধ্যে ২০ কিলোমিটার দীর্ঘ এ সড়ক নওগাঁ জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন সড়কের দু’পাশে আদিগন্ত পানির খেলা দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসেন।

সড়ক রক্ষার কাজে ব্যস্ত স্থানীয় হাঁসাইগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওগাঁর ভীমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এলজিইডি থেকে সড়ক প্রশস্ত ও মেরামতের কাজ না হওয়ায় স্বপ্নের এ সড়কটি ভেঙে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ