আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

বান্দরবানে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে  জন্মাষ্টমী  উৎসব উদযাপন 

হিরু কান্তি দাশ 
বান্দরবান প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।
সূত্রে জানা গেছে, এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়।  এই দিনকে উদযাপন করতে প্রতিবছরই বান্দরবানে কয়েকদিন ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করে থাকেন সনাতন ধর্মালম্বীরা। তবে এবার দীর্ঘদিনের ধর্মীয় রীতি ভেঙে বান্দরবানে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বের করা হয়নি কোন শোভাযাত্রা ও আয়োজন করা হয়নি বিভিন্ন অনুষ্ঠান মালার। দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এই সিদ্ধান্ত গ্রহন করেছে।
শুধুমাত্র বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বান্দরবান জন্মাষ্টমী  উৎসব উদযাপন পরিষদের ২০ এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়েছে। তবে মন্দিরের প্রবেশদ্বারে ভক্ত-দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকেরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ১১আগস্ট (মঙ্গলবার) দুপুরে রাধাকৃষ্ণের ভোগ নিবেদন, সন্ধ্যা ৭টায় গীতা পাঠ আর রাত ৮টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে। এরপরে প্রণাম নিবেদন ও পুস্পাঞ্জলির  মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ