হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়িয়া সরাইলে ১ জন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ১০ আগষ্ট সোমবার সন্ধ্যার আগে কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়ক কুট্টাপাড়া মোড় রাস্তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, সোহাগ মিয়া (২৫), পিতা- হানিফ মিয়া গ্রাম- লক্ষিপুরা, উপজেলা ভান্ডারীয়া, পিরোজপুর, বর্তমান গ্রাম- আজমপুর (রেলওয়ে কলনী হানিফ মিয়ার ভাড়াটিয়া) উপজেলা আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া।
সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ বলেন, চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এককেজি গাঁজাসহ সোহাগকে গ্রেফতার করে মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।