আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

গণমানুষের কল্যানে নিবেদিত সাভারের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

 

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক :

সাভারে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন,
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রতিনিয়ত পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী।
১১ই আগষ্ট সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জয়নাবাড়ি এলাকায় ওয়াসিল উদ্দীন ফাউন্ডেশনের গণ পাঠাগারের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে চালসহ শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের দিকনির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম।
তিনি বলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের অনুপ্রেরণায় ওয়াসিল উদ্দীন গণ পাঠাগারের উদ্দ্যোগে আজ প্রায় শতাধিক পরিবারের মাঝে চালসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করছি। আমরা চেষ্টা করছি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ