আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রাজাপুরে বিপুল পরিমান  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

এইচ এম জহিরুল ইসলাম মারুফ :

ঝালকাঠির রাজাপুরে চার হাজার পাঁচশ ১৭ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) ও সাইফুল ইসলাম আকন (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও সাইফুল ইসলাম আকন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী এলাকার মৃত জলিল আকনের ছেলে। পুলিশ জানায়, চট্টগ্রামের কক্সবাজার ও টেকনাফ থেকে গত চারমাস ধরে ইয়াবা এনে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় সহবরাহ করত এই মাদক ব্যবসায়ীরা। এই খবরের সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় পুলিশের কাছে খবর আসে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার মাদক ব্যবসায়ী ইরফানের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসছে মাদক ব্যবসায়ী কামাল হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠী এলাকায় দিবাগত সোমবার মধ্যরাতে অবস্থান নেয় পুলিশ। রাত দেড়টার দিকে একটি মোটর সাইকেলে নৈকাঠী এলাকায় এসে পৌঁছায় কামাল ও সাইফুল। এ সময় তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে চার হাজার পাঁচশত ১৭ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ বিষয় সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা গত চারমাস ধরে এই ব্যক্তিদের আটকের চেষ্টা করছি। এ অঞ্চলের অন্য মাদক কারবারিদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে কাজ করছে পুলিশ।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ