আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধে গাছের চারা রোপণ করলেন সিনিয়র সচিব

আবু জাহান তালুকদার:সুনামগঞ্জপ্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টাকাটুকিয়া ফসল রক্ষা বাঁধে গাছের চাড়া রোপণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩ টায় দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে তিনি বাঁধের উপর হিজল-করচ,কদম ও জাম গাছের চাড়া রোপণ করেন।

চারা রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে সারাদেশে ১০ মিলিয়ন গাছের চাড়া রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হাওরাঞ্চলের উপজেলা তাহিরপুরে দেশীয় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী বিতরন করেন সিনিয়র সচিব।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,আবুল কাশেম,
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ