আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে পুলিশের হানায় বাল্যবিবাহ বন্ধ

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিয়ে বাড়িতে পুলিশের হানায় বিয়ের কার্যক্রম লন্ডভন্ড হয়ে গেল। বর ও কনে বাড়ি ছেড়ে পালিয়ে গেল কনের বাবা ও বরযাত্রী।বিয়ের খাবার রহেগেলো খাওয়া হলোনা কাহার ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার কয়সা গ্রামে। সুত্রে জানা যায়, ওই গ্রামের মোঃ ফিরোজ হোসেনের মেয়ে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীর বিয়ে ঠিক হয় একই উপজেলার উঁচলি কাশিমপুরের আহমদ আলীর ছেলে আফতাব আলীর (২১) সাথে। সে অনুযায়ী গতকাল বরপক্ষের লোকজন বরসহ জুমআর নামাজের আগেই এসে হাজির হন কনের বাবার বাড়ি। জুমআর নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হবে। এমন সময় বাল্য বিয়ের সংবাদে বিয়ে বাড়িতে হানা দেয় আত্রাই থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ বরসহ মসজিদ থেকে এবং মেয়ে ও মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বিয়েটি পন্ড হয়ে যায়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ। ১৪ বছরের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ