আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বাবা মায়ের সাথে বাড়িতে ফেরা হলো না শিশু রঞ্জিতের

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

বাবা মায়ের সাথে জমি ক্ষেতে পানি দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রঞ্জিত কুমার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ(১৪ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার ডিএস ফিলিং স্টেশনের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কুমার উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের পবিত্র কুমারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি এলাকার ডিএস ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিল রঞ্জিত কুমার এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা রঞ্জিতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ