আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিংগাইরে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 

আমিনুর রহমান,সিংগাইর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইরে করোনা ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ অসহায় মানুষের পাশে আমরা ‘। বুধবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-লাংগুলিয়া গ্রামে সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি ও মুসোরের ডাল বিতরণ করেন। বন্যায় ফসলের জমি তলিয়ে বাড়িতে পানি উঠে ওই এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেক বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সংগঠনটি ।
সংগঠনের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন বলেন, অসহায় মানুষের পাশে আমরা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিভিন্ন দুর্যোগে ও ঈদে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি । বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে আমরা শুকনো খাবার বিতরণ করলাম এবং ঈদের ২ দিন আগে অসহায় দরিদ্র শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করেছি। এই কাজ যেনো তারা অব্যাহত রাখতে পারে তার জন্য সকলের নিকট সহযোগিতা চান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ