আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আমতৈল এর দুঃখ হইলো কোদালিয়া গাঙ্ , গাঙের উপর থাকতো যদি বাঁশের একটা চাঙ 

 

আবুল খায়ের আনন্দ, ময়মনসিংহ প্রতিনিধি :

আমতৈল এর দুঃখ
সফুল আকন্দ

আমতৈল এর দুঃখ হইলো কোদালিয়া গাঙ্ ,
গাঙের উপর থাকতো যদি বাঁশের একটা চাঙ ।
সারা বছর আমতৈলবাসি করে কতো কষ্ট ,
ব্রীজের বদল নৌকা আছে ,কাঁচা রাস্তাও নষ্ট ।
কাদামাটির এই রাস্তায় ভোগান্তির নাই শেষ
বর্ষাকালের শেষেও থাকে এই ভোগান্তির রেশ ।
জুতা ছাড়া হাঁটে গিয়ে পেতে হয় লজ্জা ,
কাদামাখা হবে সব, যতো করো সজ্জা।
ছেলেমেয়ে নিয়মিত ইস্কুলে যায় না,
শিক্ষার আলো তাই খুব বেশি ফোটে না।
আলোকিত হতে হলে যোগাযোগ ভাল চাই,
আক্ষেপ এখনো- এই গাঙে ব্রিজ নাই !
বর্ষাকালে পানি ভরা এপাড় ও ওপার,
নৌকা দিয়ে চলে এখন বুড়ো আজাহার ।
প্রবীণ মানুষ আজাহার ভাই আক্ষেপ করে বলে,
স্বপ্ন দেখি ব্রীজের উপর মোটরগাড়ি চলে ।
ছোট বড় সকলের দাবি হলো একটাই ,
রাস্তা পাকা আর- গাঙের উপর ব্রীজ চাই।
কোদালিয়া সেতু হোক নিত্য দিনের চাওয়া ,
শান্তিময় হোক তাদের নিত্য আসা যাওয়া।
(মাননীয় এমপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যেন একটি ব্রিজ স্থাপন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ