আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ ইং

করোনা মোকাবেলায় জেলার শ্রেষ্ঠ হলেন হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান

 

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:

করোনা মোকাবেলায় স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের আপলোডকৃত ভিডিও দাখিলকারীদের মাঝে ময়মনসিংহ জেলায় ব্যক্তিগত ক্যাটাগরিতে প্রথম পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়ের আহাম্মেদ বাচ্চু।

জানা যায়, সম্প্রতি করোনা সচেতনতায় এলাকাভিত্তিক মডেল সামাজিক উদ্যোগকে বাস্তবায়নে রূপান্তরিত ও মাঠপর্যায়ে কাজ করে তিন ক্যাটাগরিতে ( ব্যক্তিগত, সংগঠন ও সাংবাদিক/দৈনিক পত্রিকা) ভিডিও আপলোড করে ময়মনসিংহ জেলা প্রশাসনের কাছে তা দাখিল করেন জেলার ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক ও দৈনিক পত্রিকা। তাদের মাঝে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ভোট পেয়ে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসন কর্তৃক জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, দ্বিতীয় হয়েছেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব এবং তৃতীয় হয়েছেন মাহমুদা হক মলি। তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, শিল্পসমৃদ্ধ ইউনিয়ন হবিরবাড়িতে প্রায় ৪ লাখ লোকের বসবাস। আমি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাড়ে ৩শ’ সদস্য নিয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করে তাদের মাধ্যমে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে রাত-দিন কাজ করেছি। জেলা প্রশাসন আমাকে প্রথমস্থান নির্বাচিত করেছেন। আমার ইউনিয়নে উপজেলার সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। সবার আন্তরিকতায় করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় অনেকটাই সফলতা অর্জন করেছি। আশা করি সামনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ